Friday, November 16, 2018

আমার রক্তে যদি বেচে যায় এক মুমুর্ষু রোগীর প্রাণ


সুফির বাজার"জ্ঞানের আলো"পাঠাগারের সম্মানীত সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান(তুহিন)এক বোন কে প্রথম বারের মত রক্ত দান করলেন জয় হোক মানবতার....ধন্যবাদ তুহিন..

সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ২০১৮

















সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগারের ঈদ পুর্নমিলনী, কৃর্তি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০১৮...আহ্বান :
১. এসো বই পড়ি, সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ি।
২. মাদককে না বলুন, জুয়ামুক্ত সমাজ গড়ুন।
৩. মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদের সামাজিকভাবে বয়কট করুন এবং আইনের হাতে তুলে দিন।
৪. আসুন, নিজের যা আছে, তা নিয়েই সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াই।
৫. সন্ধ্যায় বাড়ির গরু বা ছাগলটি গৃহে না ফিরলে যেমন খুঁজতে বের হন, তেমনি নিজের সন্তানটি গৃহে ফিরলো কিনা খোঁজ করুন। আপনার সন্তান কার সঙ্গে মেশে সেদিকেও খেয়াল রাখুন। জেনে রাখবেন, আপনার ঘরে একটা সন্ত্রাসী, জঙ্গি কিংবা নেশাখোর সন্তান পয়দা হলে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যাব।
[নোট : ২০১১ সাল থেকে সুফির বাজার অবস্থিত রামগতি লক্ষীপুর প্রতিষ্ঠিত সরকারিভাবে নিবন্ধিত এই পাঠাগার জ্ঞানবিস্তার শিক্ষা ও মানবসেবায় কাজ করে চলেছে।
লেখকঃ ইমাম হাসান
সম্মানীত সদস্য
সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগার।


Tuesday, April 24, 2018

এইচ.এস.সি পরিক্ষা ২০১৮রিক্ষার্থীদের মাঝে



সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগার কর্তৃক আয়োজিত  সালের পএইচ.এস.সি পরিক্ষা ২০১৮রিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগারে উপদেষ্ঠা১/ ওসমান গণি সোহেল২/ মাষ্টার মোঃ হুমায়ুন কবির৩/ সফিক উদ্দিন মেম্বার৪/ সিরাজ উদ্দীন,উক্ত সভায় আরো বক্তব্য রাখের সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগারের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,উক্ত সভার সভাপতিত্ব করেন,সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগারের সম্মানিত সাধারন সম্পাদক মোঃ রেদওয়ান উল্যাহ্,উক্ত সভা পরিচালনা করেন, জ্ঞানের আলো পাঠাগারের প্রধান পরিচালক মোঃ রাসেল

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের প্রতি সুফির বাজার "জ্ঞানের আলো "পাঠাগারের


এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের প্রতি
সুফির বাজার "জ্ঞানের আলো "পাঠাগারের।
২০১৮ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন „সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ (নিরব) সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রেদোয়ান উল্লাহ ইউসুফি 
যুক্তবিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, নকলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকাসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা চলাকালীন নিরবাচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি এবং ঐ সময়ে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য সকল দলের নেতৃবৃন্দের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। অপরদিকে প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানান।

২০১৭ সালের ১৬শে ডিসেম্বর মধ্যে রাতে

২০১৭ সালের ১৬শে ডিসেম্বর মধ্যে রাতে.....সকল পাঠাগারের সদস্য মিলে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কালের কিছু সৃতি...

আমার রক্তে যদি বেচে যায় এক মুমুর্ষু রোগীর প্রাণ

সুফির বাজার"জ্ঞানের আলো"পাঠাগারের সম্মানীত সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান(তুহিন)এক বোন কে প্রথম বারের মত রক্ত দান কর...